Posts

পদ্মাসেতুর ১১তম স্প্যান বসেছে

Image
পদ্মাসেতুর ১১তম স্প্যান বসেছে পদ্মা সেতুর ওপর মঙ্গলবার সকালে ১১তম স্প্যান বসানো হয়। ছবি: সংগৃহীত পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৩৩ ও ৩৪ নম্বর পিয়ারের ওপর ১১তম স্প্যান বসানো হয়েছে। এর মধ্য দিয়ে সেতুর ১ হাজার ৬৫০ মিটার এখন দৃশ্যমান। আজ মঙ্গলবার সকাল নয়টার এই স্প্যান বসানো হয়। পদ্মাসেতু প্রকল্পের ঊর্ধ্বতন এক কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানান। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে প্রথমবারের মতো দৃশ্যমান হয় পদ্মা সেতু। গত ২২ মার্চ পদ্মা সেতুর ৩৫ ও ৩৪ নম্বর পিয়ারের ওপর নবম স্প্যানটি বসানো হয়। ওই দিন ১ হাজার ৩৫০ মিটারের সেতু দৃশ্যমান হয়। ১০ এপ্রিল মাওয়া প্রান্তে ১৩ ও ১৪ নম্বর পিয়ারের ওপর ১০ম স্প্যানটি বসানো হয়। এর মধ্য দিয়ে সেতু এখন ১ হাজার ৫০০ মিটার দৈর্ঘ্যে রূপ নেয়। আজ বসানো হয়েছে ১১তম স্প্যান। এপ্রিলের শেষ দিকে আরেকটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। দ্বিতল পদ্মা সেতু হচ্ছে মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে। মূল সেতুর দৈর্ঘ্য (পানির অংশের) ৬ দশমিক ১৫ কিলোমিটার। ডাঙার অংশ ধরলে সেতুটি প্রায় নয় কিলোমিটার দীর্ঘ হবে। খুঁটির ওপর ইস্পাত

তিন বোনের মর্মান্তিক মৃত্যু

Image
তিন বোনের মর্মান্তিক মৃত্যু প্রতীকী ছবি রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে গতকাল রোববার দুপুরে তিন বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন আপন বোন, অন্যজন তাদের চাচাতো বোন। ঘটনার পৌনে এক ঘণ্টা পর স্বজনেরা তাদের লাশ উদ্ধার করেন। ওই দিনই পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। ⁿনিহত তিন বোন হলো জান্নাতুন নেসা, ইসরাত জাহান ও সুমাইয়া আক্তার। এদের মধ্যে প্রথম দুজন আপন বোন। আর শেষের জন তাদের চাচাতো বোন। জান্নাতুন ও ইসরাতের বাবার নাম শহীদুল ইসলাম। আর সুমাইয়ার বাবার নাম জিল্লুর রহমান। তাদের বাড়ি উপজেলার মীরগঞ্জ গ্রামে। জান্নাতুন নেসা মীরগঞ্জ কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। ছোট বোন ইসরাত জাহান মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত। সুমাইয়া মীরগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। জান্নাতুন নেসার ভাই সাদেকুল ইসলাম জানান, এরা কেউ ভালো সাঁতার জানত না। তার পরও তারা পদ্মা নদীর সুফিয়ানের ঘাটে গোসল করতে যায়।  ঘটনার প্রত্যক্ষদর্শী রাতুল (১২) ও শাওন (১১) নামের দুই শিশু পানিতে নেমে দুই শিশুকে বাঁচিয়েছে। রাতুল জান্নাতুন নেসা

চাকরির খবর

Image
পিএসসি: নন–ক্যাডারে ১ হাজার ৫৯৭ নিয়োগ প্রথম আলো ফাইল ছবি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) নন-ক্যাডারে ১ হাজার ৫৯৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ–সংক্রান্ত চাকরির বিজ্ঞাপন পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বেশির ভাগ পদ নবম ও দশম গ্রেডের। এ ছাড়া অল্প কিছু পদ আছে ১২ গ্রেডের। পিএসসি আলাদা পরীক্ষার মাধ্যমে এসব নিয়োগ দেবে। যেসব পদে আবেদন: ইনস্ট্রাক্টর (বিজ্ঞান)। পদসংখ্যা: ২০। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা। ইনস্ট্রাক্টর (কৃষি)। পদসংখ্যা: ২৫। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা। সহকারী প্রকৌশলী (পুর)। পদসংখ্যা: ২৫। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা। ইনস্ট্রাক্টর (শারীরিক শিক্ষা)। পদসংখ্যা: ৯। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা। ইনস্ট্রাক্টর (চারু ও কারুকলা)। পদসংখ্যা: ১৮। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা। সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। পদসংখ্যা: ৬৪। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা। বয়লার পরিদর্শক: পদসংখ্যা: ২। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা। ডকুমেন্টেশন অফিসার। পদসংখ্যা: ১। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা। সহকারী পরিচালক (খনি প
Image
বাংলাদেশ বাংলাদেশ আইন ও বিচার নুসরাত ও তাঁর মাকে ভয় দেখিয়েছিল প্রশাসন নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম ২১ এপ্রিল ২০১৯, ১১:৪১ আপডেট:  ২১ এপ্রিল ২০১৯, ১১:৪৪ সূত্র  প্রথম আ লো নুসরাত জাহান • অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। • আওয়ামী লীগ নেতা রুহুল আমিন রিমান্ডে। অশ্লীলতাহানির মামলা করার পর পাশে না দাঁড়িয়ে স্থানীয় প্রশাসন উল্টো মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান ও তাঁর পরিবারকে ভয় দেখিয়েছিল। পুলিশ সদর দপ্তরের একটি কমিটির কাছে দেওয়া জবানবন্দিতে নুসরাতের মা শিরিন আখতার অভিযোগ করেন, মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করার পর তাঁরা ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তখন তিনি তাঁদের কথা শোনেননি। বরং তাঁদের মানহানির মামলা মোকাবিলা করতে হতে পারে বলে ভয় দেখিয়েছিলেন। ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় হাত-পা বেঁধে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা চালান মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার অনুগতরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল নু
Image
শ্রমিকের পা কেটে নিলেন স্বেচ্ছাসেবক লীগ নেত আহত কালা মিয়া। ঢাকা মেডিকেল, ২০ এপ্রিল। ছবি: আমিনুল ইসলাম  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবুল বাশারের বিরুদ্ধে এক শ্রমিকের পা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। তবে মূল অভিযুক্তকে এখনো আটক করা যায়নি। গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার রূপসদী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম কালা মিয়া (৪৫)। একই ঘটনায় টেঁটা বিদ্ধ হয়ে গুরুতর আহত হন তাঁর ছেলে বিপ্লব মিয়া (১৯)। আহত বাবা–ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করছেন। এলাকাবাসী, আহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালা মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল বাশারের বিরোধ চলে আসছিল। মাস তিনেক আগে রূপসদী গ্রামের একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে কালা মিয়ার বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ওই ঘটনায় কালা মিয়া আবুল বাশারকে প্রধান করে ১৫-২০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। সেখান থেকে তাঁদের মধ্যে বিরোধের সূত্রপাত। এরপর কালা মিয়া তাঁর পরিবা